Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,২০জানুয়ারি,২০২০ঃ রাশিয়ায় রাতে গরম পানির পাইপ ফেটে একটি ভূগর্ভস্থ হোটেলের কক্ষ ফুটন্ত পানিতে প্লাবিত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০জানুয়ারি) দেশটির প্রেয়াম শহরে এ ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক তদন্তকারী কমিটি জানিয়েছে।

হোটেলটি একটি আবাসিক ভবনের বেইসমেন্টে অবস্থিত বলে জানিয়েছে তারা।

মিনি হোটেল ক্যারামেল নামের ওই হোটেলটির এ ঘটনায় আরও অন্তত তিন জন দগ্ধ হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইন অনুযায়ী সুরক্ষার মান নিশ্চিত না করে পরিষেবা দেয়ায় ঘটনার বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করেছে তদন্তকারীরা।