Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,২০জানুয়ারি,২০২০ঃ নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯-এর খসড়া তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার রয়েছে  ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

তিনি বলেন, এই ভোটারদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন। আর নারী ভোটার ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন রয়েছে। হিজড়াদের মধ্যে ভোটার হয়েছে ৩৫৩ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ৫৩ লাখ ৪৬ হাজার ১০৫ জন নতুন ভোটার হয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ২৭ লাখ ৫২ হাজার ৩২৩ জন এবং নারী ভোটার ২৬ লাখ ১৩ হাজার ৪২৯ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন।