ওই দোকানের পেছনেই দোকান মালিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আগুন লাগার সময় নারী ও শিশুরা ঘরের মধ্যে ছিলেন। আগুনে দগ্ধ হয়ে ওই পরিবারের দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), মেয়ে প্রিয়া রায় (১৯), তার ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দীপা রায় (৩৫) ও দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।