Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,২৮জানুয়ারি,২০২০ঃমোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর পলাশে অপরিকল্পিতভাবে ডাইং কারখানার বিষাক্ত ক্যামিকেল বর্জ্য সরাসরি হাঁড়িদোয়া নদীতে ফেলে পরিবেশ দূষণ করার অপরাধে জান্নাত ডাইং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফারহানা আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় ওই কারখানাটিতে ইটিপি না থাকার কারণে এক মাসের ভেতরে কারখানাটি অপসারণের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী জানান, পরিবেশের ছাড়পত্র ছাড়াই জান্নাত ডাইং কারখানাটি চলছিল। ওই কারখানার দূষিত বর্জ্য পাইপ দিয়ে সরাসরি হাঁড়িদোয়া নদীতে ছাড়ার কারণে পরিবেশের মারাত্মক ঝুঁকি বাড়ছে। তাই কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে ইটিপি স্থাপন করার জন্য বলা হয়েছে। আর নয়তো কারখানাটি অপসারণ করে অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।