Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,২৯জানুয়ারি,২০২০ঃপিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুরের ইন্দুরকানীতে লঞ্চ টার্মিনালে যাত্রী ওঠানামা’র সিঁড়ি না থাকায় লঞ্চ যাত্রিরা চরম ভোগান্তিতে পরেছে। বি আই ডাব্লিউ টি এ ইন্দুরকানী লঞ্চঘাট এস পি-২৭১ নং এই ঘাটটি দীর্ঘ ১৫ বছর পর্যন্ত ইজারা নিয়ে ব্যাবসা করছের আবুল বাশার মৃধা এই ঘাট থেকে প্রতিদিন কয়েক শত যাত্রি লঞ্চে ওঠা নামা করে, টার্মিনালে সিঁড়ি না থাকায় বৃদ্ধা ও শিশুরা খুব অসুবিধার সম্মুখিন হয়। এই জন গুরুত্ব পূর্ণ বিষয়টি যেন দেখেও দেখার নেই কেউ। ইজারাদা’র আবুল বাশার মৃধা বলেন আমি অনেক বার লিখিত ভাবে বিআই ডব্লিউ টি এ কতৃপক্ষকে জানিয়েছি কিন্তু কোন প্রতিকার পাইনি। বার্ষিক প্রায় ৫ লক্ষ টাকা ইজারা নিয়ে ইন্দুরকানী লঞ্চ ঘাটটি আমি দেখা শুনা করছি।
যাত্রিদের অসুবিদা দেখে আমি নিজ খরচে একটি সিঁড়ি দিয়ে ছিলাম কিন্ত বর্তমানে সেটাও ভেঙ্গে গেছে এখন যাত্রিদের ওঠা নামায় খুব অসুবিদা হচ্ছে। কিছু দিন পূর্বে লঞ্চে উঠতে গিয়ে সিঁড়ি না থাকায় র্দুঘটনায় ২ জন মারা যায়। তার পরেও একটি সিঁড়ি’র ব্যাবস্থা হলনা। যাত্রিদের অসুবিধার কথা চিন্তা করে, কতৃপক্ষ দ্রুত টার্মিনালে সিঁড়ির ব্যবস্থা করবেন বলে আশাবাদী আবুল বাশার মৃধা’র।