Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার, ৩১জানুয়ারি,২০২০ঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলাবাহিনী। টহল, তল্লাশী চলছে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। আগামীকাল সকাল ৮টা থেকে দুই সিটির ভোট গ্রহণ শুরু হবে। এরই মধ্যে গতকাল মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা।

নির্বাচন কমিশনের নির্দেশনা মতে, গত মধ্যরাত থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এর বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে পুলিশ। সড়কগুলোতে টহল দিচ্ছে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

কর্মকর্তারা বলছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এবারের সিটি নির্বাচনে প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কমিশনের নির্দেশনা মত আজ মধ্যরাত থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।