Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার, ৩১জানুয়ারি,২০২০ঃ আজ রাতে বাংলাদেশ মৎস্য জীবী লীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা সিটি কর্পেরশন নির্বাচনে জননেএী শেখ হাসিনার মনোনীত প্রার্থী উত্তর সিটি কর্পেরশনে আতিকুল ইসলাম আতিক দক্ষিন সিটি কর্পেরশনে ব্যারিস্টার ফজলে নূর তাপস এর বিরুদ্বে বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে উদ্বেগ প্রকাশ করেন।
সভায় বাংলাদেশ মৎস্য জীবী লীগের ঢাকা সিটি কর্পেরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগের সহ-সভাপতি নূর-ই-আলম রবু বলেন, দুই সিটি কর্পেরশন নির্বাচন নিয়ে একটি মহল পানি ঘোলা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের প্রবাভশালী সকল পএিকার মাধ্যমে দেশবাসী তা অবগত হয়েছে। সিটি কর্পেরশন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের বিজয় সুনিশ্চিত। ভূয়া খবরে তাবিত ও ইশরাকের বিজয় উল্লেখ করেছে।এতিমের টাকা আত্নস্বাদ কারিদের জনগন ভূলতে বসেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে লন্ডন প্রবাসী।গণতন্ত্র নস্যাত করতে ভোট কারচুপির মাধ্যমে দেশের নির্বাচনি নষ্ট করে পিছন দরজা দিয় জয়ি হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, এই বাস্তবতায় জননেএী শেখ হাসিনার হাতে গড়া সংগঠনে বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগের কর্মীর হাত গুটিয়ে বসে থাকার পাএ নয়।১লা ফেব্রুয়ারি সারা দিন প্রতিটি ভোট কেন্দ্র সবর উপস্হিত থেকে ফলাফল হাতে নিয়ে ঘরে ফিরবে। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ্‌।
সভায় আরো বক্তব্য রাখেন, মৎস্য জীবী লীগের ঢাকা সিটি কর্পেরেশন নির্বাচন উত্তরের সদস্য সচিব মীর রাশেদুজ্জামান, যুগ্ম আহবায়ক নাসরিন সুলতানা, যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ তালুকদার, যুগ্ম আহবায়ক এস কে ময়নূল ইসলাম, রসুল সিদ্দকি রিপন  মাসুদ করিম মিঠু সহ অন্নান্য নেতৃবৃন্দ।