Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার, ০১ফেব্রুয়ারি,২০২০ঃ বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ। এছাড়াও ফিরেছেন অফ স্পিনার বিলাল আসিফ।

পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা কাইদ-ই আজম ট্রফিতে ৯ ম্যাচে ৪৩ উইকেট শিকার করেন বিলাল। অপরদিকে টুর্নামেন্টের ফাইনালে নর্দানের বিপক্ষে ৬ উইকেট নেন ডানহাতি পেসার ফাহিম আশরাফ।

অপরদিকে স্কোয়াড থেকে ছিটকে গেছেন কাশিফ ভাট্টি এবং উসমান খান শিনওয়ারি। শ্রীলংকার বিপক্ষে গত টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন তারা।

আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। গত মাসে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরেছে টাইগাররা। সেই সিরিজটি ২-০ ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

পাকিস্তান টেস্ট স্কোয়াডঃ আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম-উল হক, ফাওয়াদ আলম, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।