খােলাবাজার২৪,শনিবার,০৮ফেব্রুয়ারি,২০২০ঃ শিরোনাম পড়ে অবিশ্বাস্য হলেও এটা সত্যিই। টানা ৬৫ বছর ধরে গোসল না করে আছেন তিনি। ওই বৃদ্ধার বর্তমান বয়স ৮২ বছর।
গোসলকে বয়কট করা এই বৃদ্ধ নিজে বিয়ে করার জন্য এখন পাত্রীও খুঁজছেন।
এই বৃদ্ধের দাবি, গত সাড়ে ছয় দশক ধরে তিনি গোসল করেননি। শুধু তাই নয়, গায়ে এক ফোঁটা পানিও ছোঁয়ান না। তার সোজাসাপ্টা কথা- গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অস্বস্তি লাগে।
নোংরা, মলিন থাকাটাই পছন্দ তার। আমৌ হাজী নেশা পছন্দ করেন। সে কারণে পাইপ টানেন। পুরনো ময়লা একটা পাইপ আছে তার।
তবে পাইপে ভরা থাকে বিভিন্ন পশুর বর্জ্য পদার্থ। তামাকের বদলে এসবের ধোঁয়াতেই সুখটান পান তিনি।
মজার ব্যাপার হচ্ছে, গোসলকে বয়কট করা এই বৃদ্ধ আবার পাত্রীও খুঁজছেন।
বিয়ে করার শর্ত একটাই, ঘর বাঁধতে হলে সঙ্গিনীকেও তার মতোই গোসল না করে থাকতে হবে।
জানা গেছে, পানি ভয় পান না আমৌ। নিয়মিত পানি পান করেন তিনি।