Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বাংলাদেশের ওপেনিং বোলার তানজিন হাসান সাকিব ৪ ওভারে দিয়েছেন মাত্র ৭ রান। অন্যদিকে অভিষেক দাস ২ ওভারে দিয়েছেন ৭ রান। সেইসঙ্গে তুলে নিয়েছেন প্রথম উইকেট।

টস জিতে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার যুবারা। টস জিতে টাইগার অধিনায়ক আকবর আলী জানিয়েছেন পিচের আদ্রতাকে কাজে লাগানোর জন্যই তার এই সিদ্ধান্ত।

এদিকে ভারতীয় দল অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। স্পিনার হাসান মুরাদের পরিবর্তে দলে ঢুকেছেন পেস বোলার অভিশেক দাস।

ক্রিকেট দুনিয়ায় অনেক অর্জন থাকলেও অতীতে কোনো পর্যায়েই আইসিসির কোনো টুর্নামেন্টে ফাইনালে পা রাখতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটকে সেই ‘অনাবিষ্কৃত’ মঞ্চের সন্ধান এনে দিয়েছে আকবর আলীর দল। সেখানে রোমাঞ্চ আছে, আছে গৌরব অর্জনের এবং ইতিহাস গড়ার হাতছানি।