
ভিডিওটি দেখা যায়, চলন্ত ট্রেন থেকে টিকটকের জন্য ভিডিও ধারণ করছে এক তরুণ। আরেক তরুণ ট্রেনের বাইরে বেরিয়ে বাদরের মতো ঝুলে আছে।
একপর্যায়ে ওই তরুণ ট্রেন থেকে নিচে পড়ে যায়। চেষ্টা করেও ট্রেন ধরে রাখতে না পেরে নিচে পড়ে যায় সে।
প্রথমে মনে হয়, ওই তরুণ চাকায় কাটা পড়েছে। কিন্তু স্বল্প সময়ের মধ্যেই তাকে উঠে বসতে দেখা গেছে।