Tue. Aug 26th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ফেব্রুয়ারি,২০২০ঃতোফাজ্জল হোসেনঃ নরসিংদীতে পাট ও পাট পণ্যের আভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর বাস্তবায়ন শীর্ষক উদ্ধুদ্ধকরণ ও মতবিনিময় সভা ২৭ ফেব্রুয়ারী নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর নরসিংদীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েস । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ। নরসিংদী পাট অধিপদপ্তরের মূখ্য পরিদর্শক মাহবুব হোসেন অনুষ্ঠান সঞ্চালনা এবং পাট ও পাট পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি সম্পর্কিত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তর নরসিংদীর পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএমসি জুট মিলের মহাব্যবস্থাপক গাজী শাহাদাত হোসেন,জনতা জুট মিলের মহাব্যবস্থাপক গোলাম সারোয়ার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাট উন্নয়ন সহকারী খোরশেদ আলম,পাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ভূইয়া,জাতীয় পাট খাত কমিটির সদস্য ও মাহ্বুব জুটেক্স এর পরিচালক মারজিয়া মুনমুন,পাট চাষী আব্দুল কাদের প্রমূখ। সভায় প্রধান অতিথি বলেন আমাদের দেশে পাট পণ্যের বিশাল ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য কৃষকদের পাট চাষে উৎসাহিত করতে হবে। পাট নিয়ে গবেষণা করতে হবে। উচ্চ ফলনশীল পাট চাষ করতে হবে। কারন পাট পণ্য সারা পৃথিবীতে এর চাহিদা রয়েছে। দেশে কঠিনভাবে পলিথিন নিষিদ্ধ করে সর্বত্র পাটের ব্যবহার বৃদ্ধি করতে হবে। আজ পলিথিনে ফসলী জমি,নদী নালা,খাল বিল বিষাক্ত হয়ে গেছে। পলিথিনের কারনে পানিতে মাছ ও বাচঁতে পারে না। এর প্রতিকার দরকার। এখনই এর প্রতিকার না করলে আগামী প্রজন্মের নিকট আমরা দায়ী থাকব।