Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ফেব্রুয়ারি,২০২০ঃ একটা-দু’টো নয়। লাখ লাখ ডিম ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সমু্দ্র-সৈকতে।

একসঙ্গে এত ডিম হঠাৎ কীভাবে এলো? সবচেয়ে ছোটটি ডিমের সমান ও বড়গুলো প্রায় ফুটবলের আকারের। কিন্তু ডিমগুলো কোনো প্রাণির? পেঙ্গুইন নাকি কচ্ছপের?

এগুলো আসলে ডিম নয়। সবই বরফ! ফিনল্যান্ডের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ফিনল্যান্ডের এই সমুদ্র-সৈকতে বরফ জমে শক্ত হয়ে সমুদ্রের নোনা হাওয়ার সংস্পর্শে এসে এমন ডিমের আকার ধারণ করেছে।  তবে বরফ জমে কেনো এমন আকার নিল তার সঠিক কারণ বা সূত্র নেই।

সারি সারি এমন বরফের ডিমে ছেয়ে গেছে ফিনল্যান্ডের হাইলুয়তো দ্বীপের উপকূল। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করেন, তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে থাকে এবং একই সঙ্গে জলের তাপমাত্রা ‘ফ্রিজিং পয়েন্ট’-এ পৌঁছলে এমন বরফ-ডিম তৈরি হতে পারে।

তার সঙ্গে অবশ্য আরও কিছু উপসর্গ যোগ হয়। যেমন, সৈকতের লবণাক্ত ঢালু জমি, শান্ত ঢেউ এবং নোনা হাওয়া। এই সবকিছু মিলে গেলে বরফ জমে এমন চকচকে ডিমের আকার নেয়।