Thu. Oct 16th, 2025
Advertisements
বাসযোগে তারা রাজধানী ঢাকা থেকে যাত্রা করেন- সংগৃহীতখােলাবাজার২৪,শনিবার,২৯ফেব্রুয়ারি,২০২০ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ও কাউন্সিলররা। আজ শনিবার রাজধানী থেকে ১০টি বাসে করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

যাত্রা শুরুর আগে আতিকুল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনকেও এগিয়ে নিতে চাই। আর সেই কাজ শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছি।’

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিজয়ী হন।