
প্রতি চার বছর পর ফেব্রুয়ারি মাস ২৮ দিন থেকে বেড়ে ২৯ দিনে হয় এবং বছরে দিনের সংখ্যা ৩৬৫ থেকে বেড়ে হয় ৩৬৬ দিন।
এ বিষয়ে ডুডল পেজে বলা হয়েছে, চার বছর পর পর অধিবর্ষে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। পৃথিবী ও সূর্যের সঙ্গে আমাদের ক্যালেন্ডারের মিল রাখতেই আজকের ডুডল। অধিবর্ষ দিনটি সবার ভালো কাটুক।
বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম-মৃত্যুবার্ষিকী স্মরণ করতে গুগলের হোম পেজে তাদের লোগোর পরিবর্তে যে লোগো ব্যবহার করে সেটাই ডুডল নামে পরিচিত। গুগলের হোমপেজে তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ওই দিন প্রকাশ করা হয় ডুডল। গুগলের প্রথম ডুডল দেয়া হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট।