খােলাবাজার২৪,বৃহস্পতিবার,০৫মার্চ,২০২০ঃ মার্চ ০৫, ২০২০ তারিখে বাংলাদেশ ট্রেনিং একাডেমি, ঢাকায় ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এম.পি। ৪ দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির অন্যান্য অতিথিবৃন্দসহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী তাদেরকে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, এ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের চেয়ারম্যান জনাব আলী রেজা ইফতেখার, বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানীজ এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এস. এম. মনিরুজ্জামান।