Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,০৫মার্চ,২০২০ঃমোঃসোহেল, মোংলা প্রতিনিধিঃ করনা ভাইরাস মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশী জাহাজে ৩জন ফিলিপাইনের ক্রু করনা ভাইরাস আকান্তের সন্দেহ দেখা দিয়েছে। যদিও চিকিৎকরা এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিরা সত্যিই কি করনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। এ অবস্থায় ওই জাহাজ থেকে সকল পণ্য খালাস কাজ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া কোন লোক জাহাজ থেকে যেন ওঠানামা না করতে পারে সে জন্য নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পৌর্ট হেলথ অফিস সূত্র জানায়, সোমবার রাতে মার্সাল আইল্যান্ডের পতাকাবাহি কয়লা বোঝাই জাহাজ পশুর চ্যানেলের ৩ নং হাড়বাড়িয়া এলাকায় নঙ্গর করে। এ সময় ওই জাহাজে পোর্ট হেলথের চিকিৎকরা জাহাজের ২০ ক্রুর (নাবিক) স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় তিন ফিলিপাইনের ক্রু শরীরে ডাক্তারা জ্বর ও প্রচন্ড তাপ অনুভ্থত করে। এতে চিকিৎকদের তাদের শরীরে করনা ভাইরাস আক্রান্তের সন্দেহ দেখা যায়। পরবর্তিতে এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানালে তাদের নির্দেশনায় পুনরায় আজ সকালে ওই জাহাজে গিয়ে সন্দেহভাজন তিন জনকে আবারো পরীক্ষা করা হয়। এদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও একজনের অবস্থার অবনতি দেখা যায়। এ অবস্থায় এ তিনজনকে ওই জাহাজের মধ্যেই গভীর পর্যবেক্ষনে রাখা হয়েছে।
পোর্ট হেলথের খুলনার কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন জানান,করনা ভাইরাস সন্দেহে ওই জাহাজ থেকে সকল পণ্য খালাস কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া কোন লোকজন যাতে জাহাজ থেকে বাইরে অথবা বাইরে থেকে জাহাজে ওঠতে না পারে সে জন্য নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। আক্রান্ত ক্রুদের চিকিৎসা প্রধানকারী ডাক্তার মোঃ সামির আসিফ জানান, আক্রান্ত রোগীরা ঠিক করনা ভাইরাসের শিকার হয়েছেন কিনা তা আরো পরীক্ষা নিরাক্ষা করে সঠিকভাবে নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, এ নিয়ে মোংলায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ গুজবে কান না দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তবে তিনি নিরাপত্তার স্বার্থে আক্রান্ত ওই তিন ক্রুর নাম জানাতে চাননি।
জাহাজটি ইন্দোনেশিয়া থেকে কয়লা বোঝাই করে প্রথমে সিঙ্গাপুরে আসে। পরে সেখান থেকে চট্রগ্রাম বন্দর হয়ে মোংলা বন্দরে এসেছে।