মনিবের শরীর থেকেই কুকুরের শরীরে ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে মনে করছেন চিকিত্সকরা। হংকংয়ের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মানুষের থেকে কুকুরের শরীরে করোনা সংক্রমণের ঘটনা এই প্রথম।
হংকংয়ের স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানান, কুকুরটিকে অন্যত্র সরিয়ে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণের মাত্রা খুবই কম বলে জানা গেছে।
মানুষের সংস্পর্শে এসেই কুকুরটির শরীর ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।