Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,০৯মার্চ,২০২০ঃ প্রথমবারের মতো পোষা কুকুরের শরীরের মিলেছে করোনা ভাইরাসের জীবাণু। হংকংয়ের একটি পোষা কুকুরের শরীরে মিলেছে এই ভাইরাসের জীবাণু। জানা গেছে, সেই কুকুরের মনিব করোনায় আক্রান্ত হয়েছিলেন।

মনিবের শরীর থেকেই কুকুরের শরীরে ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে মনে করছেন চিকিত্সকরা। হংকংয়ের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মানুষের থেকে কুকুরের শরীরে করোনা সংক্রমণের ঘটনা এই প্রথম।

হংকংয়ের স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানান, কুকুরটিকে অন্যত্র সরিয়ে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণের মাত্রা খুবই কম বলে জানা গেছে।

মানুষের সংস্পর্শে এসেই কুকুরটির শরীর ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।