খােলাবাজার২৪,মঙ্গলবার,১০মার্চ,২০২০ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর শিবপুর কলেজগেইট এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ১ পথচারী মহিলা গুরুতর আহত হয়েছেন। কলেজগেইট ডালিমের ৩ তলা ভবনের নির্মাণ কাজ চলাকালীন সময় মঙ্গলবার দুপুরে দেয়াল ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন শিবপুর উপজেলার দত্তেরগাঁও ভিটিপাড়া গ্রামের মিন্টু শীলের স্ত্রী ঝরনা রাণী শীল (৩০)।
জানা যায়, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে তিন তলা ভবনের উপর থেকে ঝরনা রাণী শীলের মাথার উপর দেয়াল ধসে পড়ে এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে তার হাতে থাকা শিশু ছেলে। এ সময় স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে জেলা হাসপাতালে প্রেরণ করে। এসময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন রাস্তার উপরে কোন প্রকার নিরাপত্তাবেষ্টনী ছাড়াই কাজ করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। ভবন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর।
দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনাস্থলে পৌছে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।