Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,১৫মার্চ,২০২০ঃনরসিংদীর বহিস্কৃত যুব মহিলা লীগের  নেত্রীর  সঙ্গে জড়িয়ে  মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় এবার মানহানির মামলা করলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ভাইস- প্রেসিডেন্ট, বাংলাদশে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।

ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে  দৈনিক আকাশ খবর ও  দৈনিক মেহেরপুর প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক মন্ডলীর বিরুদ্ধে  দু’টি পৃথক আরজি করেন। আরজি দু’টি আমলে নিয়ে শাহাবাগ থানার ওসি (তদন্ত) কে আগামী ১০ মে / ২০২০ খ্রিষ্ট্রাব্দের মধ্যে তদন্ত  প্রতিবেদন  আদালতে দাখিলের নিদের্শনা প্রদান করেন মেট্রোপলিটন  ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

এর আগে আগরওয়ালা তার আইনজীবির মাধ্যমে পত্রিকার দু’টির সম্পাদক মন্ডলীর নিকট  এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে  উকিল  নোটিশ প্রদান করলেও তারা উক্ত নোটিশের কোন জবাব প্রদান করেন না। সি, আর  মামলা নং ১০৬/২০২০ এবং সি আর  মামলা নং ১০৭/২০২০ এর আরজিতে এই ব্যবসায়ী নেতাকে সামাজিক ও রাষ্ট্রীয় ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় সুবিচার  প্রার্থনা করেন।