Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪,সোমবার,১৬মার্চ,২০২০ঃ মোস্তাক আহমেদ মনির,সরিষাবাড়ী,জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে আগুন নেভাতে গিয়ে আব্দুল কাইয়ুম (৫৮) নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসারের মৃত্যু হয়েছে। রবিবার রাতে পৌর এলাকার আরামনগর বাজারে এ ঘটনা ঘটে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পৌর এলাকার আরামনগর বাজার মাছ বাজারের পাশে আগুন লাগে। এসময় খবর পেয়ে আগুন নেভাতে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে সিনিয়র অফিসার আব্দুল কাইয়ুম আগুন নেভাতে যাওয়ার সময় মাটিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের অন্য কর্মীরা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রাননাথ সাহা বলেন, সরিষাবাড়ী আরামনগর বাজার মাছ বাজারের পাশে আগুন নেভাতে গিয়ে কাইয়ুম মাটিতে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।