Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪, বুধবার ০৬ মে, ২০২০ : সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ এনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে র্যা ব। বুধবার সকালে তাদের রমনা থানায় হস্তান্তর করা হয়।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।’

জানা যায়, ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় তাদের দুইজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। কার্টুনিস্ট কিশোর মূলত করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার বানিয়েছিলেন। আর সেসব পোস্ট করেছিলেন মুশতাক।