Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, বুধবার ১৯ আগস্ট, ২০২০: যমুনা ও আড়িয়াল খাঁসহ বেশ কয়েকটি নদ-নদীর পানি আবারও বেড়েছে। এতে করে দীর্ঘদিন পানিবন্দী ও নদী ভাঙ্গনে দুর্ভোগ বেড়েছে বানভাসিদের।

সরেজমিন ঘুরে দেখা যায়, সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে শাহজাদপুর ও উল্লাপাড়ায় ১৫ গ্রাম বন্যাকবলিত হয়েছে।

এদিকে, মাদারীপুরে আঁড়িয়াল খাঁ নদে নতুন করে পানি বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে পদ্মার। অনেক স্থান থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ঘরে ফিরেছে দুর্গতরা। তবে বিশুদ্ধ পানি ও খাবারের অভাব দেখা দিয়েছে। পাশাপাশি জেলার ৪টি উপজেলায় ভাঙন অব্যাহত রয়েছে। জেলার ৩৯টি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং ৩২টি স্থানে ডাম্পিং করা হয়েছে।

অন্যদিকে, উত্তরের জেলা গাইবান্ধা সদর উপজেলা ও সুন্দরগঞ্জে তিস্তা ও ব্রহ্মপুত্রর ৯টি পয়েন্টে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে।

জেলার ভুক্তভোগী এক নারী বলেন,‘বন্যায় সব নিয়ে গেছে। কোনো জায়গা-জমি নেই, কি করি, কি খাই।’

ভাঙ্গনের শিকার আরেক ভুক্তভোগী বলেন, ‘ভাবতেই পারিনি নদী ভাঙ্গন ধরবে। এখন দেখছি বাড়িঘর টান দিয়েও কূল পাচ্ছি না। যে পানি দিয়ে গোসল করি, সেই পানিই খাচ্ছি।’