Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, রবিবার ২৩ আগস্ট ২০২০: গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মায় তীব্র স্রোত ও উত্তাল থাকায় ১৭টি ফেরির মধ্যে ৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে ফেরি কর্তৃপক্ষ। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে।

এদিকে রোববার সকাল থেকেই ঝড়োবাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পদ্মায় স্রোত থাকায় লঞ্চ ও স্পীডবোট চলাচলও ব্যাহত হচ্ছে। বৃষ্টির কারণে রেববার সকালে ২ ঘন্টা বন্ধ ছিল স্পীডবোট চলাচল। পদ্মায় ৪ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতে এ রুটটিতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শনিবার রাত আটটায় ছোট বড় ২৭টি যানবাহন ও ৩ শতাধিক যাত্রী নিয়ে ২টি কে-টাইপ ফেরি কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। লৌহজং চ্যানেলের কাছাকাছি পৌঁছালে স্রোতের টানে ফেরি দু’টি ১৭ কিলোমিটার দূরে শরিয়তপুরের তারপাশায় চলে যায়। পরে রাত ১২টায় আইটির মাধ্যমে ফেরি দুটি উদ্ধার করে শিমুলিয়া ঘাটে নিয়ে যাওয়া হয়।

এদিকে লৌহজং চ্যানেলে নাব্যতা সংকট প্রকট রুপ নেওয়ায় ধারন ক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে মাত্র ৮টি ফেরি চলাচল করছে এই নৌরুটে। তীব্র স্রোতের কারণে টানা ফেরি দিয়ে যানবাহন পারাপার সম্ভব হচ্ছে না। এ কারণে ঘাটে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে স্বাভাবিক সময়ে এ নৌরুটটিতে ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ২শতাধিক স্পীডবোট চলাচল করে।

বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি ঘাট ব্যাবস্থাপক মো. আলিম মিয়া জানান, পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৮টি ফেরি দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ঘাটে থাকা যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন অফিসার আহম্মদ আলী জানান, প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মাঝ পদ্মায় প্রায় ১১ কি.মি. নদীপথে অতিরিক্ত ঘূর্ণিস্রোত দেখা দিয়েছে। এর ফলে টানা ৬টি ফেরি চলাচল করতে পারছে না। লৌহজং চ্যানেলে নাব্যতা সংকট প্রকট রুপ ধারণ করায় অতিরিক্ত সময় নিয়ে মাত্র মাত্র ৮টি ফেরি চলাচল করছে।