Sun. Aug 31st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪  মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২০: মোঃ আউয়াল হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বানারীপাড়ায় ২৫ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রধান অতিথি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের উদ্ভোধন করেন। বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবার উদ্যোগে এবং প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ১৫জন প্রতিবন্ধীদের হুইল চেয়ার, নদী ভাংগনী ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর ঢেউটিন ও খাদ্য সামগ্রী ও আর্থিক চেক বিতরণ করেন। উপজেলা ভূমি অফিসে উপজেলার ৮টি ইউনিয়ন ভূমি অফিসে ল্যাবটব সহ অন্যান্য সামগ্রী বিতরণ সহ ভূমি অফিসে বঙ্গবন্ধু কর্নার এর উদ্ভোধন করেন। এছাড়া উপজেলা চত্ত্বর ও সদর ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে বিভিন্ন ফলোজ চারা রোপন করেন। এ সব অনুষ্ঠানে সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। বক্তৃতা করেন জেলা ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সমাজ সেবার উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, সহকারী কমিশনার মফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, পিআইও মহসিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুুুকদার প্রমূখ।