Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার২৪  মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২০: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘রাজনৈতিক দায়বদ্ধতা থেকেই মূলত বানভাসী মানুষের জন্য বিএনপির জাতীয় কমিটি থেকে সামান্য উপহার নিয়ে এসেছি। এ উপহার সামগ্রী কিছুটা হলেও বানভাসীদের উপকারে আস‌বে।’

এ সময় সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আব্দুস সালাম, কেন্দ্রীয় যুবদলের কর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, কেন্দ্রীয় যুবদলের এস এম জাহিদুল হাসান, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির সদস্য সচিব এস এ কবির জিন্নাহ, জেলা যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান মুকুলসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় ৩০০ বন্যার্ত পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।