খােলাবাজার২৪, রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০: সাভারের আশুলিয়ার একটি বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার ধলপুর এলাকা থেকে আজ রোববার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আজ সকালে ধলপুর এলাকায় নিজেদের বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ওসি আরো জানান, এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। এরই মধ্যে তাঁর স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।