Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলাবাজার২৪, শনিবার, ১২সেপ্টেম্বর, ২০২০:  রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানিয়ে বলা হয়, অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার ৭৯ পিস ইয়াবা, ৫৭ গ্রাম হেরোইন, ৭২৫ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৬ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।