খােলাবাজার২৪, শুক্রবার ০২ অক্টোবর,২০২০: ক্লাব ফুটবলে ২০১৯-২০ মৌসুমে বেশ দাপট দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা-চ্যাম্পিয়নস ও ঘরোয়া লিগ কাপ ডিএফবি পোকালসহ ট্রেবল শিরোপা জিতেছে জার্মানের ক্লাবটি। ফলে উয়েফার বর্ষসেরা পুরস্কারে বায়ার্ন সদস্যদের জয়জয়কার। উয়েফার বর্ষসেরা ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক, সেরা ডিফেন্ডার ও বর্ষসেরা কোচ—চারটি পুরস্কারই জিতেছেন বায়ার্ন মিউনিখের সদস্যরা।
বর্ষসেরা ফুটবলার হয়েছেন রবার্তো লেভানদোভস্কি। বর্ষসেরা কোচ হয়েছেন বায়ার্নের হান্সি ফ্লিক। মৌসুমের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বায়ার্নের খেলোয়াড় ম্যানুয়েল নয়্যার। পিএসজির কেইলর নাভাস ও অ্যাথলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাককে পেছনে ফেলে সেরা গোলরক্ষক হয়েছেন নয়্যার।
সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা তারকাদের নাম ঘোষণা করা হয়।
সেরা ফরোয়ার্ডও হয়েছেন লেভানদোভস্কি। সেরা মিডফিল্ডার হয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন। সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন বায়ার্নের জশুয়া কিমিচ।
৪৭৭ ভোট পেয়ে বর্ষসেরা ফুটবলার হয়েছেন লেভানদোভস্কি। ম্যানচেস্টার সিটির ডি ব্রুইন পেয়েছেন ৯০ ভোট। আর সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা নয়্যার বর্ষসেরার লড়াইয়ে পেয়েছেন ৬৬ ভোট।
বায়ার্নের ট্রেবল জয়ে এবার বেশ ভূমিকা ছিল লেভানদোভস্কির। এমনকি চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে চ্যাম্পিয়ন করতেও অবদান ছিল তাঁর। আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেন তিনি। এ ছাড়া সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন এই পোলিশ তারকা।
এ ছাড়া নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চেলসির ডেনিশ খেলোয়াড় পেরনিলে হারদার।
গত মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতার গ্রুপ পর্বে অংশ নেওয়া ৮০ দলের কোচ ও ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার নির্ধারিত ৫৫ জন সাংবাদিকের ভোটে গত সপ্তাহে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে উয়েফা। এরপর গতকাল সেরাদের নাম ঘোষণা করা হয়।