Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার০৯, অক্টোবর ২০২০: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আগামীকাল শনিবার তিনি ফ্লোরিডায় নির্বাচনী প্রচার কার্যক্রমে যোগ দিতে চান। ডোনাল্ড ট্রাম্পের নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯-এর চিকিৎসা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক শন কনলি। সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফক্স নিউজে শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমাদের যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলে শনিবার রাতে একটি নির্বাচনী সমাবেশ করার চেষ্টা করব। শনিবার রাতে আমি ফ্লোরিডায় একটি সমাবেশে যোগ দিতে চাই।’

ট্রাম্প আরো বলেন, আগামী রোববার তিনি পেনসিলভানিয়ায় আরেকটি সমাবেশে যোগ দিতে পারেন।

সুস্থ অনুভব করছেন জানিয়ে ট্রাম্প আরো বলেন, চিকিৎসক তাঁকে চলতি সপ্তাহের শেষ দিকে নির্বাচনী সমাবেশে পুনরায় যোগ দিতে পারবেন বলে সবুজ সংকেত দিয়েছেন।

হোয়াইট হাউস থেকে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে ড. কনলি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ‘অসুখ বাড়ার’ কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বিবৃতিতে ড. কনলি আরো বলেন, ‘(গত) বৃহস্পতিবারের পর থেকে (আগামীকাল) শনিবার ১০ দিন পূর্ণ হবে। ট্রাম্পের চিকিৎসায় নিয়োজিত দল যে উচ্চমানের পরীক্ষা-নিরীক্ষা করেছে, তার ফলের ভিত্তিতে আমি সম্পূর্ণ আশাবাদী যে প্রেসিডেন্ট (আগামীকাল) শনিবার থেকে সংগনিরোধ থেকে বাইরে বেরোতে পারবেন।’