Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২০: সিঙ্গল মাদার’ স্বরূপা দেশপান্ডের জীবনের লড়াইয়ের কথা শুনে তার পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। তাকে দিলেন ৫ লক্ষ টাকা। অমিতাভের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ -১২ নম্বর সিজনে উঠে আসছে বহু মানুষের জীবন সংগ্রামের কথা। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতিতে হাজির হয়েছিলেন নবী মুম্বইয়ের বাসিন্দা স্বরূপা। যিনি একজন ‘সিঙ্গল মাদার’। স্বরূপাকে প্রকৃত ‘অনুপ্রেরণা’ বলে উল্লেখ করেন বিগ বি। তাই তাকে নিজের থেকেই ৫ লক্ষ টাকা দেন তিনি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসে ৯টি প্রশ্নের উত্তর দেন স্বরূপা।

তবে তার মধ্যেই স্বরূপা খরচ করে ফেলেন সমস্ত লাইফ লাইন। ৩ লক্ষ ২০ হাজার টাকার উত্তর না দিতে পেরে, ১ লক্ষ ৬০ হাজার টাকা জিতেই খেলা ছাড়েন স্বরূপা। তবে স্বরূপার যেভাবে একা হাতে দুই সন্তানকে বড় করে তুলছেন, তাতে তিনি মহিলাদের কাছে অনুপ্রেরণা বলে মন্তব্য করেন শাহেনশাহ। তিনি স্বরূপাকে আরো বলেন, আপনি জীবনকে পরিচালনা করতে যা কিছু করছেন, তাতে আপনি মহিলাদের কাছে অনুপ্রেরণা। বিশেষ করে যে সমস্ত মহিলারা বিয়ের পর নিজেকে শুধুই একটা বোঝা ভাবেন। বিভিন্ন অপমানের মুখোমুখি হয়েও সবকিছু মেনে নিতে বাধ্য হন, তাদের কাছে।