Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪, বুধবার ০৪,নভেম্বর,২০২০: করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

তিনি বলেন, ‘গত পাঁচদিন আগে অপূর্বর জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর রেজাল্ট পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) তাকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।’

আরিয়ান আরও বলেন, ‌‘আমরা সবাই উনার সঙ্গে হাসপাতালে আছি। সবার দোয়া করবেন।’জানা গেছে, গেলো সপ্তাহে অপূর্ব অংশ নেন সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে।