Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪, বুধবার ০৪,নভেম্বর,২০২০: বেশ কিছুদিন ধরে অসুস্থ ডিয়েগো ম্যারাডোনা। গত সোমবার রাতে হঠাৎ করেই এ কিংবদন্তীকে ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। তেমন সমস্যা নেই, এমনটিই শোনা গিয়েছিল। কিন্তু পরে জানা গেল, বিষয়টা আসলেই গুরুতর।

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই তারকার। গতকাল মঙ্গলবার করা সেই অস্ত্রোপচার অবশ্য সফলও হয়েছে। সফল অস্ত্রোপচারের পর তার চিকিৎসক লিওপোলডো লুক বলেছেন, ‘তার জমাট বাঁধা রক্তগুলো অপসারণ করা গেছে। ম্যারাডোনাও সার্জারিটা ভালোভাবে সহ্য করেছে।’

গত শুক্রবার নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে জনসম্মুখে এসেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। জানা গেছে, স্থানীয় ক্লাব জিমনাসিয়ার মাঠ থেকে ওইদিন চলে যাওয়ার পর আর দেখা যায়নি ম্যারাডোনাকে। গত সোমবার তাকে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়।

পরে তাকে বুয়েন্স আয়ার্সের অলিভোস ক্লিনিকে নেওয়া হয়। ম্যারাডোনার অসুস্থতার খবরে অনেক ভক্ত ভিড় জমিয়েছিলেন সেখানে। প্রথমে তার শরীরে রক্তশূন্যতা, পানিশূন্যতা, অবসাদের শারীরিক জটিলতাগুলো ছিল। পরে মঙ্গলবার এমআরআই করালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে।

তার বর্তমান অবস্থা নিয়ে লিওপোলডো বলেছেন, ‘ডিয়েগোর অবস্থা এখন নিয়ন্ত্রণে। শরীরে কিছু জটিলতা আছে, যেগুলো কাল হয়তো পরীক্ষা করা হবে। তবে তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটা দ্রুত গতিতে হচ্ছে।