Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, মঙ্গলবার, ১০, নভেম্বর, ২০২০: পিরোজপুর জেলার প্রান কেন্দ্র পিরোজপুর সদর পৌরসভায়, আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের জমজমাট প্রচারণা শুরু হয়েছে।
আজ পিরোজপুর জেলা বিএনপি পিরোজপুর সদর পৌরসভা নির্বাচনে তাদের দলীয় নমিনেশন ফর্ম বিক্রয় শেষ করেন বিকেল পাঁচ ঘটিকায়।

পিরোজপুর জেলার প্রান কেন্দ্র পিরোজপুর পৌরসভা নির্বাচনের  ফর্ম বিক্রয়ের শেষ দিনে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেলের পক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেনের কাছ থেকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় নমিনেশন ফর্ম সংগ্রেহ করেন এমডি বদিউজ্জামান শেখ রুবেলের  “মা” জেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক জাকিয়া বেগম।

আজ সকালে রুবেলের পক্ষে তার মা তার নিজ বাসভবন মধ্য রাস্তা থেকে ছাত্রদলের শতাধিক নেতৃবৃন্দ কে সাথে নিয়ে পার্টি অফিসের দিকে ফর্ম সংগ্রহ করতে রওনা দেয় পথিমধ্যে গভট হাই স্কুল মাঠে অপেক্ষারত আরো শতাধিক নেতৃবৃন্দ শোডাউনে যোগদেয় পোষ্ট অফিস রোড দিয়ে।
শোডাউন থেকে মুহুমুহু স্লোগান আসে খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছারিনাই, তারেক জিয়া ভয়নাই রাজপথ ছারিনাই, পিরোজপুরের যোগ্য মেয়র প্রার্থী রুবেল ভাই। ছাত্রদল এই স্লোগান নিয়ে অফিসে পৌছানোর সাথে সাথে সেখানে আরো নেতা কর্মী জরো হয়ে পুরো অফিস কানায় কানায় পূর্ন করে ফেলে।

পরে জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আলমগীর হোসেনের হাত থেকে এমডি বদিউজ্জামান শেখ রুবেলের পক্ষে মেয়র পদের জন্য ফরম সংগ্রহ করেন তার মা জাকিয়া বেগম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা, উপজেলা, পৌর, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।