
গত ৩ নভেম্বরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ইলেক্টোরাল কলেজের ভোটে জো বাইডেন নির্বাচিত হওয়ার পর নানা অভিযোগ তুলেছেন ট্রাম্প। রিপাবলিকান এ প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন প্রথমেই। পরে বারবার একই অভিযোগ করেছেন।
ফল চ্যালেঞ্জ করে অসংখ্য মামলাও করেছিল ট্রাম্প শিবির। কিন্তু তাতেও কাজ হয়নি। ভোট কারচুপির অভিযোগ সমর্থন করে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন। ওয়াশিংটন ডিসির বাইরে জর্জিয়াতেও বিক্ষোভ, সহিংসতা হয়েছে। কোনোভাবেই নির্বাচনে হার মানতে রাজি ছিলেন না ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু গতকাল ট্রাম্প তার টুইটে বাইডেনের নাম উল্লেখ না করে বলেন, ‘তিনি জিতেছেন, কারণ নির্বাচন জালিয়াতপূর্ণ ছিল। কোনো নির্বাচনী পর্যবেক্ষক ছিল না।’ আর আজ নিজেই জিতেছেন বলে ঘোষণা করেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড ফেসবুক পেজেও একই পোস্ট দেওয়া হয়েছে।