Mon. Apr 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শনিবার ৩০ জানুয়ারি ২০২১ঃ ব্যালট পেপারে সিল মারা, ভোটগ্রহণ স্থগিত, বিএনপি মেয়র পদপ্রার্থীর নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। এ ছাড়া একটি কেন্দ্রে মেয়র পদপ্রার্থীর ব্যালট পেপার না থাকায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।

আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সরিষাবাড়ী পৌরসভার ১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকালের দিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে বাড়তে থাকে উত্তেজনা। বিভিন্ন কেন্দ্রে বুথের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও ভেতরে সিল মারতে থাকে নৌকা প্রতীকের কর্মী সমর্থক ও এজেন্টরা।

এদিকে, দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি দলীয় প্রার্থী ফয়জুল কবীর তালুকদার শাহীন।

অপরদিকে, মেয়র পদপ্রার্থীর ব্যালট পেপার না থাকায় রিয়াজউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেয় জেলা রিটার্নিং অফিসার। এ সময় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহবুবুল আলম তরফদার এবং দুই সহকারী প্রিজাইডিং অফিসার শাহাব উদ্দিন ও আব্দুল মোতালেবকে আটক করা হয়।

জেলা রিটার্নিং অফিসার গোলাম মোস্তফা জানান, রিয়াজউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌর মেয়রের ব্যালট পেপার হারিয়ে যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।