
আগামী ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজকে সামনে রেখে রোববার ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দল ঘোষণার পর প্লেয়ার লিস্টের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আরবিতে মোহাম্মদ হাফিজ লেখেন- ‘ইন্নাল্লাহা মা’আস সাবিরিন’ (আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন)।দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার আগেই পিসিবি থেকে অনুমতিপত্র নিয়ে আরব আমিরাতে টি-টেন ক্রিকেট খেলতে যান মোহাম্মদ হাফিজ।
তার আগে গত ২০ জানুয়ারি সংবাদমাধ্যমকে সাবেক এই অধিনায়ক বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আমি পুরোপুরি প্রস্তুত আছি। আমাকে টি-টেন টুর্নামেন্টে খেলার জন্য অনুমতি দেয়া হয়েছে, যা পাকিস্তানের আন্তর্জাতিক সিরিজের সাথে সাংঘর্ষিক নয়। আমি বায়ো সুরক্ষার মধ্যেই থাকব। আশা করছি টি-টেন ক্রিকেটে খেলে দেশের হয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারব।কিন্তু দল ঘোষণার পর স্কোয়াডে নিজের নাম না দেখে অবাকই হয়েছেন মোহাম্মদ হাফিজ।