খােলাবাজার২৪,সোমবারর,১৫ ফেব্রুয়ারি ২০২১ঃ রূপালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগের আওতাধীন জামালপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি( ১৩.০২.২০২১) রূপালী ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে সংশ্লিষ্ট বিভাগের জিএম উত্তম কুমার পালের সভাপতিত্বে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনলাইনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে ময়মনসিংহ বিভাগের আওতাধীন ৪৯ জন শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সম্মেলনের প্রধান অতিথি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান।