Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১ঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে বীর উত্তম খেতাব অর্জন করেছেন; চাইলেও তা মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমানের অবদানকে কেউ খাটো করে দেখাতে চাইলেও খাটো করে দেখাতে পারবে না। এবং এই খেতাব তো তিনি অর্জন করেছেন। এটা তো কারোর দয়ায় পাওয়া নয়। যুদ্ধ করেছেন উনি এবং সেটা উনি পেয়েছেন। স্বাধীনতা ঘোষণা করেছেন এবং উনি সেটা অর্জন করেছেন। সুতরাং এটা নিয়ে আমরা মনে করি যে জিয়াউর রহমানের কোনো রকমের কোনো ক্ষতি তারা করতে পারবে না।

গত ৩০ জানুয়ারি চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান বিএনপির মহাসচিব। ২৫ দিন সিঙ্গাপুরে থেকে আজ সস্ত্রীক ঢাকায় ফিরেছেন তিনি। সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। পরে বিমানবন্দর থেকে তিনি সরাসরি উত্তরার বাসায় যান।