Sat. Oct 25th, 2025
Advertisements


খােলাবাজার২৪, সোমবার, ০৮ র্মাচ ২০২১ঃ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী। এ সময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল উদ্দিন, মানবসম্পদের বিভাগের প্রধান ও এসইভিপি মোঃ মিজানুর রহমান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সুলতানা রাজিয়াসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও নারী সহকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারিকুল ইসলাম চৌধুরী জানান, সাউথ বাংলা ব্যাংকের মোট কর্মকর্তার ২৪ ভাগই নারী, যারা অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার মধ্যদিয়ে নারীর ক্ষমতায়নের যে শুভযাত্রা শুরু হয়, তা এগিয়ে নিতে এবং নারীর প্রতি সুবিচার ও সমমর্যাদা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।