Mon. Oct 20th, 2025
Advertisements

খােলাবাজার২৪, বৃহস্পতিবার, ১৮ র্মাচ ২০২১ঃ অগ্নিঝরা মার্চে ১৯২০ সালের ১৭ ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে এক অগ্নিস্ফুলিঙ্গের জন্ম হয়-যার আগুনে পুড়েছাই হয়ে যায় সব অন্যায় অবিচার। যিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের দিয়েছে একটি মানচিত্র/একটি স্বাধীন দেশ- তার নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁর জন্ম শতবার্ষিকী এবং ১০১ তম জন্ম দিন।
অগ্রনী ব্যাংকের চেয়ারম্যান ডঃ জায়েদ বখত এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয় এর নেতৃত্বে করোনার কারনে জুম এর মাধ্যমে সারা পৃথিবীর অগ্রনী ব্যাংকের সকল মহাব্যবস্থাপক ,উপ- মহাব্যবস্থাপক , সহকারী মহাব্যাবস্থাপক, কর্মকর্তা /কর্মচারী এবং গ্রাহকদের নিয়ে সকাল ১০.০০ টা থেকে বেলা ৪.০০ টা পর্যন্ত এক সমাবেশের আয়োজন করা হয় ।সমাবেশ চলা কালিন সময় সকল শ্রোতাই যেন এক ঘোরের মধ্যে ছিল।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন ডঃ জায়েদ বখত, সভাপতি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিশেষ অতিথি পরিচালক পর্ষদের পরিচালক বৃন্দ। তার মধ্যে কাসেম হুমায়ুন , কে এম এন মঞ্জুরুলহক লাবলু এবং তানাজিনা ইসমাইল বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল্লাহ , রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন , অফিসার সমিতি এবং সিবিএ এর নেতৃবৃন্দ।
সভার বিসেষ আকর্ষন ছিল তারাপদ বিশ্বাস যিনি ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন স্টেজের নীচে বসে রেকর্ড করেছিলেন। অগ্রনী ব্যাংক তাকে প্রথম স্বীকৃতি দিল। বঙ্গবন্ধুর দেয়া অগ্রনী ব্যাংক নামটা যেন স্বার্থক হলো।
অগ্রনী ব্যাংকের চেয়ারম্যান ডঃ জায়েদ বখত তার গুরুত্বপূর্ন বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুর অর্থনৈতিক দূরদৃষ্টির কথা তুলে ধরেন। তিনি বলেন রাষ্ট্রীয় ব্যাংক ক্ষতিগ্রস্থ হলেও লাভের কথাচিন্তানা করে রাষ্ট্রের স্বার্থে সরকারকে এবং সমাজ কে সাহায্য করতে হবে।
সভার প্রধান অতিথি বঙ্গবন্ধু কর্নারের প্রতিষ্ঠাতা শামস উল ইসলাম তার সমাপনী বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাছিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল হয়েছে এবং অগ্রনী ব্যাংক ও এগিয়েছে অনেক দূর যা আমাদের জাতির পিতা হয়তো চেয়েছিলেন এবং সেই কারনে তিনি হাবিব ব্যাংকের নাম রেখেছিলেন অগ্রনী ব্যাংক যেন সবার অগ্রে তার স্থান হয়। সকল কর্মকর্তা/কর্মচারী গ্রাহক শ্রোতাদের সহযোগীতা কামনা এবং ধন্যবাদ জ্ঞাপন করে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন।