খােলাবাজার২৪, রবিবার, ০২মে, ২০২১ঃ আমরা কৃষক, আমরা দিনমজুর আমরা সারাদিন মাঠ চষে বেড়াই; রোদ-বৃষ্টি আর ঝড় উপেক্ষা করে মরু মাঠে সোনার ফসল ফলাই। আমরা জেলে…… জাল নিয়ে ছুটে বেড়াই নদীনালা খাল- বিলে, হাওড়-বাওড় আর সাগর-সৈকতে ঝড়-ঝাপটা আর ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে ট্রলার, নৌকায় ভেসে চলি মাছ ধরতে। আমরা শ্রমিক…..দিনরাত কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরির ও আমার ভাগ্য উন্নয়নে শ্রম দেই; আমাদের নেই কোনো আরাম-আয়েস, ভাতের বদলে রুটি আর কলা খেয়ে শুধু মুখ নিচু করে মালিকের হুকুম তামিল করি। আমরা চালক, আমরা কুলি সারাদিনএখানে -সেখানে যাত্রী, মালামাল বহন করি এই আমাদের সংগ্রাম, আমরাই আমাদের পরিবারের -অন্ন যোগাই।। আমাদের জীবন কাটে ভীষণ যন্ত্রণায়। হ্যা, আমরা কৃষক, জন্মেছি কৃষকের ভাঙ্গা কুটিরে আমরা জেলে, আমার শ্রমিক,মজুর, আমরা চালক আমরা সেই কুলি আমাদের রক্ত-ঘামে গড়ে ওঠেছে তোমাদের এ সুবিশাল অট্টালিকা আজ আমরাই নির্যাতিত,পাইনা ন্যায্য শ্রমের দাম আজো আমরা এ সমাজে অধিকার বঞ্চিত শোষিত। আমরা আর কতো এভাবে মুখ বুঝে থাকবো? আর কতো এভাবেই অন্যায়ের কাছে আপোষ করবো? আর কতো মালিকরূপী জালিমের গোলামী করবো? একটু সম্মান সে তো রহস্য। কিছু সভ্য মানুষের একান্ত দায়িত্ব বারবার উচ্চারণ করা তোরা ছোটো জাত……মানুষ না!! আমরা শ্রমিক হয়ে বেঁচে থাকি হয়তো মানুষ নই!! আর নয়, সময় এসেছে এবার জেগে ওঠার, সময় এসেছে রুখে দাঁড়াবার। আমাদেরও রয়েছে এ সমাজে যোগ্য সম্মান নিয়ে মাথা উঁচু করে সুন্দর স্বাভাবিকভাবে বাঁচার অধিকার। তাই আজ আবারও নেমেছি রাজপথে আবারো নেমেছি ন্যায্য পাওনা অধিকারের লড়াইয়ে।