Mon. Oct 20th, 2025
Advertisements

খােলাবাজার২৪, মঙ্গলবার, ০২জুন, ২০২১ঃ অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাবসিডিয়ারী কোম্পানী অগ্রণী রেমিট্যান্স হাউজ, মালয়েশিয়ার ৪৫তম বোর্ড সভা গত ০২.০৬.২০২১ ইং তারিখে জুম ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
বোর্ড সভায় ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত্, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম, অগ্রণী রেমিট্যান্স হাউজ ,মালয়েশিয়ার সিইও খালেদ মুরশেদ রিজভী, ফরেন রেমিট্যান্স ডিভিশন এর উপ-মহাব্যবস্থাপক রুবানা পারভীন, অগ্রণী রেমিট্যান্স হ্উাজ,মালয়েশিয়ার হেড অব কমপ্ল্যায়েন্স খায়রুল আনোয়ার বিন মোঃ জাহরিন, রেমিট্যান্স হাউজ,মালয়েশিয়ার কোম্পানি সচিব জুলি কো.। উক্ত বোর্ড সভায় ২০২০ সালের পারফরম্যান্স এব রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, মোবাইল অ্যাপস চালৃকরন সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা এবং নির্দেশনা প্রদান করা হয়।