Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,১৯আগস্ট,২০২১ঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ২০টি হাই-ফ্লো নেজাল ক্যানোলা প্রদান করেছে এক্সিম ব্যাংক। গত ১৮ আগস্ট ২০২১ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের নিকট ক্যানোলা মেশিনগুলো হস্তান্তর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ হোসেনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল এবং এক্সিম ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ। ।

উল্লেখ্য, হাসপাতালে ভর্তি করোনা রোগীর শ্বাসকষ্টজনিত কারণে অক্সিজেন প্রদানের জন্য হাইফ্লো নেজাল ক্যানোলা অত্যন্ত কার্যকর।