খোলাবাজার২৪, সোমবার,২৭ সেপ্টেম্বর,২০২১ঃ শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় বাবু নামে একজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু (১৮)উপজেলার ভোগাইর পাড় গ্রামের ধানেশ কুমারের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নালিতাবাড়ী পৌরশহরের মধ্যবাজার এলাকায় শফিকুল ইসলাম শফিকের চারতলা একটি ভবনের নির্মাণ কাজ চলছে। প্রতিদিনের মতো আজ সোমবার সকাল থেকেই শ্রমিকরা কাজ করে আসছে। দুপুর পৌনে একটার সময় চারতলা ভবনের ছাদে দুইজন শ্রমিক নিচ থেকে রড টেনে উপরে উঠানোর সময় ভবনের সঙ্গে থাকা বিদ্যুতের তারের সাথে রড লেগে যায়। এ সময় ছাদে থাকা বাবু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে মাটিতে পড়ে যায়। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়। ছাদে আরেকজন শ্রমিক ফারুক(১৫) আহত আবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. সাব্বির আহামেদ বলেন, হাসপাতালে ফারুক নামে একজন আহত হয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ্য হয়ে বাড়ি চলে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বছির আহামেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন