Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার,২৯ সেপ্টেম্বর,২০২১ঃ সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর “টাউন হল মিটিং ২০২১” অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যাংকের সকল শাখা ও প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দের স্বশরীরে উপস্থিতিরপ রিবর্তে ভার্চুয়াল প্লাটফর্মে উক্ত টাউন হল মিটিং এর আয়োজন করা হয়। ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে আয়োজিত মিটিং এ অনলাইনে যুক্ত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট এর কো অর্ডিনেটর মোঃ মোহন মিয়া, মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী সহ প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ। সভাপতির ভাষণে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মাকসুদ করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্বের সাথে কাজ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন এবং সকলের সুস্থ্যতা কামনা করেন। তিনি ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে আগামী দিনের লক্ষ্য অর্জনে দিক নির্দেশনা প্রদান করেন।