Mon. Oct 20th, 2025
Advertisements
খোলাবাজার২৪, বৃহস্পিতবার, ৩০সেপ্টেম্বর,২০২১ঃ  শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা। এই স্লোগানকে সামনে রেখে বানারীপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে   বরিশালের বানারীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ইং  বৃহস্পতিবার দুপুর ১২টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে গার্লস স্কুলের ছাত্রীদের নিয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহি অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম ফারুক ।তিনি বলেন আজকের কন্যা  শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ  উজ্জ্বল করবে ।কন্যা শিশুরাই দেশের নারী নেতৃত্ব দেবে, তিনি আরো বলেন কন্যা শিশুদের বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে। এদের প্রতি যত্নশীল হতে হবে। তাহলে দেশ আরো এগিয়ে যাবে। সাংবাদিক ও গার্লস স্কুলের টিচার কাওসার হোসেনের সঞ্চালনায় বক্তব্য করেন মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইয়াসমিন লিপি নির্মলা, সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংবাদকর্মী আব্দুল আউয়াল, যুবলীগ নেতা মহাসিন রেজা, তপু খান, মোঃ জুলহাস,অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা শিল্পী শাহ, গার্লস স্কুলের সহকারী শিক্ষিকা মোসাম্মৎ মাকসুদা খানম,  তথ্যসেবা সহায়ক আইরিন সুলতানা যুথী, তথ্যসেবা সহকারী উম্মে হাবিবা নুসরাত। উপস্থিত ছিলেন মহিলা বিষয়কের অফিস সহকারী খাদিজা বেগম, অফিস সহায়ক মানব মুহুরী প্রমুখ।