Tue. Oct 21st, 2025
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পিতবার, ৩০সেপ্টেম্বর,২০২১ঃ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় করোনা ভাইরাস মোকাবেলায় অস্বচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড পটিয়া শাখা। ২৯ সেপ্টেম্বর, বুধবার শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ পিয়ারু।
এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল কবির, পাহাড়তলী শাখা ব্যবস্থাপক আজিজুল হক, ফিরিঙ্গি বাজার শাখা ব্যবস্থাপক মুহাম্মদ ইছহাক, নজরুল ট্রেডিং এর চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম, আনোয়ার ট্রেড ইন্ট্যারন্যাশনাল লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া শাখা ব্যবস্থাপক অলি উল্লাহ।