Wed. Apr 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪,বৃহস্পিতবার, ৩০সেপ্টেম্বর,২০২১ঃ আজ বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এর সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা কালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে মধ্যেও আন্তর্জাতিক স্বর্ণ বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশিয় জুয়েলারী বাজারের অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক আগামী ০১ অক্টোবর/২০২১ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম)১৫১৬ টাকা কমানো হলো, তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে:

১* ২২ ক্যাঃ (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৬১৭০/- টাকা
২* ২১ ক্যাঃ (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৫৯০০/- টাকা
৩* ১৮ ক্যাঃ (হলর্মাককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৫১৫০/- টাকা
৪* সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৪২৬৫/-টাকা
৫* ২২ ক্যাঃ (হলর্মাককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১৩০/- টাকা
৬* ২১ ক্যাঃ(হলর্মাককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১২৩/- টাকা
৭* ১৮ ক্যাঃ (হলর্মাককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১০৫/- টাকা
৮* সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য ৮০/- টাকা
বাংলাদেশের সকল জুয়েলারী ব্যবসায়ীগণকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত বর্ণিত মূল্যে স্বর্ণ ও রৌপ্য বিক্রয়ের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।