Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, রবিবার,০৩ অক্টোবর ২০২১: নাহার আকতার, মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ বাগেহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদদের সাধারণ নির্বাচনের দাবিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জের কেয়ার বাজর এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপি এ অবরোধ চলাকানীন মোরেলগঞ্জ-শরণখোলার যাত্রীবাস , অটোরিক্সা , ভ্যান ,মোটর সাইকেল সহ দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে থানা পুলিশ অবরোধকারীদের সরিয়ে যান চলাচলা স্বাভাবিক করেন।
প্রথম ধাপের তফশীলে এ ইউনিয়নের নির্বাচন হবার কথা ছিল। ওই সময় বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু আওয়ামী লীগ দলীয় নমিনেশন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হন। পরে প্রার্থীরা প্রত্যাহার করে মামলা করে নির্বাচন স্থগিত করান। সেখানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো.সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তুবর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু সীমানা নির্ধারনি মামলা করিয়ে নির্বাচন স্থগিত করান। স্থগিত হওয়া এ নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে ইউনিয়নের সকল মেম্বার প্রার্থী ও ক্ষুব্ধ শতশত মানুষ অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার খান। অন্যান্যের মধ্য বক্তৃতা করেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম তালুকদার, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম মল্লিক, পারভিন বেগম ও ফরিদা বেগম প্রমূখ।